.   ঝলমল রৌদ্রে- ক্ষণিকের ছুটি
    যাব আজ ছুটে সবকিছু টুটি।
         মানবনা বাধা আর
         ধরা মাঝে সুখ ভার।
আয়রে নবীন আয়  আমার সাথেই আয়-
     যতসব মিথ্যে- করবো বিদায়।
      হৃদয়ের গর্ব; চূর্ণ শত্রু ঘাঁটি
হায়! ঝলমল রৌদ্রে ক্ষণিকের ছুটি!


      টিফিনের ফাঁকে চলনা রাস্তায়!
      দেখাই ধরাকে কী জ্বলে হিয়ায়!
           দুখিনীর দুঃখ নীড়ে
           দূর করি দুঃখটিরে।
ফুটাই মুখেতে হাসি দিয়েই দুঃখের ফাঁসি-
     কলুষিত ক্লান্তি- দূরে ফেলে আসি।
     মোদের প্রেরণা; বাংলার-ই মাটি
হায়! ঝলমল রৌদ্রে ক্ষণিকের ছুটি!


      ত্বরা করে আয়- ভেসে যায় ধরা
      দেখাই ধরাকে কত ত্যাগী মোরা!
           অভাগার ভাগ্যটারে
          পাল্টে দেই সুখে ভরে
হাসাই তাদের ফের- কেঁদেছে সবাই ঢের-
        নব সূচনায়- মন করি শের।
        হৃদয়ের ভাষা- শতভাগ খাঁটি
আয়! ভাল কাজে বাঁটি ক্ষণিকের ছুটি!


(১১ অক্টোবর, ২০০৪#৫৪০)