এখন একটি রাত, হাজার বছর!
কেন যেন মনে হয় সব ঠিক নেই।
লাল খুনে রাঙা রাঙি আকাশ আঁধার,
এভাবে ধরাকে রেখে কোথা চলে যাই?
কবে বল সুখ পাবে ধরণী আমার!
পারিনা কোথাও যেতে কোথা বল যাই!
নব সাজে ধরাটাকে সাজাতে যে চাই-
গোলাপে ভরতে চাই হৃদয় সবার।


এক হলে সব যুবা ঠিক হবে সব,
নয়তো পুড়বে ধরা; পুড়ে যাবে রানী।
ফিরিয়ে আনবো দেখ, হাসি কলরব,
হতে পারে দুখ্, তবে- যুবা সবে জানি।
ভাববো সতত মোরা; সাথে আছে রব,
“ভয় ফেলে নিবো তুলে- সুখকর বানী”।


(জুলাই ২০০৪#৪২৭)