.                  মা-গো …
      শুধু তোমার লাগি দেখেছি এ ধরনী।
              দেখেছি সবুজের কোলাহল
আর, উন্মাদনায় ভরা এ যৌবন-বিকাল
                        প্রেমময় বন্দনার ছলে,
আমার  হৃদয়-বসন্তের সব ফুলগুলো
               দেব আমি আজ
                        তোমার চরণ তলে…
             তুমি নিবে কি?
না, ফিরিয়ে দেবে আমার শেষ আশ্রয়টুকু
              জীবন-মরণে!
আর, ভরে দেবে তুমি জীবনের সব গান
              রক্ত ক্ষরণে!
তবে, আমি পড়ে রব, ইহকাল আর পরকালে-
                         মর্ত্যের একনিষ্ঠ আঁধারে,
যেখানে, দুখের পাহারায় জমে থাকা সুখ গুলো
       হয়ে যাবে এক নিমিষেই এলোমেলো
           কাঁদবো আমি- আর,
      চোখের জলে বন্যা বয়ে যাবে-
                          কষ্টের পাহাড়ে।
              তুমি সইবে কি?


                   মা-গো,
      শুধু তোমার লাগি এনেছি এ তরণী
              এনেছি হৃদয়ের জয়গান
আর, আলিঙ্গনে মাখা এ জীবন-স্বপন
                         হেমময় আল্পনার ভাজে,
আমার হৃদয়ে-বাড়ন্ত সুখ শিখা গুলো
               দেব আমি আজ
                         তোমার কোলের মাঝে।
               তুমি ছুঁবে কি?
না, নিভিয়ে দেবে আমার শেষ অবলম্বন
              ভুলের কারণে!
আর মুছে দেবে তুমি জীবনের সব আশা
              অন্ধ-বারণে!
তবে, আমি পরে রব, ধরণীর মূক মায়াজালে-
                          কষ্টের একনিষ্ঠ চারণে,
যেখানে, মরণ সীমানায় বেড়ে ওঠা সুখ-ঘোড়া
           চলে যাবে এক নিমিষেই করে তাড়া
            কাঁদবো আমি, আর-
        মরেই যাবো মরণের আগে
                          কষ্টের কারণে!
              তুমি সইবে কি?


                      মা-গো,
জানি,      করেছি ভুল, করবো না আর-
                  চরণে দিও গো ঠাই
মানি,       তুমি ছাড়া  এ ধরার মাঝে
                  মাথা গুজবার কিছু নাই।


(১০ মে, ২০১৫#৯০২)