আজ পৃথিবীতে রোদ নেই…!
    নেই খা খা দাবানল….!
মুক্ত-বিহঙ্গীর মত ভাসে না রৌদ্র;
    ঝরে না আকাশ থেকে সুখানল।
অহমিকায় আছন্ন ধরা আজ
   “পৃথিবীটা আঁধারেই পূর্ণ”!
সকল যন্ত্রনা আর কষ্ট গুলো
   থেকে থেকে চূর্ণ বিচূর্ণ।
পথ চলতে গিয়ে বাধা আজ-
   সুখ বলে নেই কোন কিছু,
“হয়তো আঁধারের মাঝ থেকে
   অহম’ নিবে মোর পিছু”।
যে আলো ছিল ধরায়ে অঝোর-
   ছিল অদম্য- অমাবস্যায়,
আজ নেই সেই প্রখর আলো
   অন্ধকারাছন্ন তাই এ হৃদয়!
অভয়ের হুংকার খাটে না এখন
   নেই কোন সাহসী অন্তর
নেই কোন চোখ এ ধরা মাঝে
   দুঃখে ভাসে ধুধূ ভীরু প্রান্তর!
তবে কি আজ নেই কোন চাওয়া?
   নেই কোন সাহসী সন্তান?
না, সবার মনে উড়ু উড়ু ভাব
   নিশ্চুপে সয়ে অপমান!


এতটা আঁধার কেন বলতে পারো মন?
    মেঘ কেন সুখের আকাশে?
এতটা কষ্ট কেন পৃথিবী জুড়ে-
   “খুঁজে নিতে সুখ-সখা স্বকাশে”!


(৮ নভেম্বর, ২০০৪#৫৫৩)