মেঘের দেশে মেঘ ভাসে
হৃদয় মোর সেই আশে
চলছে ছুটে সর্বনাশে-
        ভেসে,
উড়বে বলে ঐ গগনে
হৃদয় মোর সে মননে
চলছে ছুটে স্বর্গপানে
        হেসে।
মেঘের প’রে মন বসে
“একলা একা প্রেম হাসে”
চোখটা মুদে তার আশে
        উড়ছি,
দুঃখের গানে মন টানে;
প্রিয়ার খোঁজে প্রেম বাণে
চলছি সে তো মেঘ পানে
       চলছি।
মেঘের সাথে মন চলে-
ক্ষণিক হেসে প্রেম বলে
“প্রিয়া তোমার কোন কুলে
     আছে ভাসি”?
বাদলা ফোটা প্রেম ছলে
প্রিয়ার হয়ে- সব ভুলে
স্বপ্ন দেখায় দুখ্ তুলে-
     রাশি রাশি!
হেলায় আর অনাদরে
ভাবছি আমি ঐ অদূরে
আসতো যদি মেঘে উড়ে-
      মুখখানি!
দেখতো মন ঘুরে ফিরে
প্রিয় হৃদয়; (মন ভরে)-
“হৃদয় ভরা প্রেম সুরে
      সুখ খানি”।
নাইতো সে যে নাই কাছে
তবুুও আমি যাই হেসে
একলা চলি প্রেম-ঘেঁসে
      রোদ হাসে,
দূরের পানে মেঘ টানে
প্রেমে জীবন কোন গানে
কোথায় চলে কোন বাণে
      মন হাসে!
মেঘের নাচে সুখ ওড়ে
দুঃখের আঁচে মন পোড়ে
সুখের আশা বুক জুড়ে
       অনন্তে,
“এমন ভাবি; মেঘ হাসে-
বসন্তে তার; নীল ভাসে
বিষাদে তার- চোখ হাসে
       বসন্তে”!


(এপ্রিল, ২০০৪#৩২০)