মনে পড়ে যায় সেই কথা
   যখন ছোট ছিলাম,
ঘুড়িটা হাতে নিয়ে আমি
   আকাশে উড়িয়ে দিতাম।
লেখাপড়া করতাম আমি
   মনের সময় মত,
“অবহেলায় আমার জীবনে
   কেটেছে সময় কত!”
লেখাপড়া করি আমি
   এখন সারা সময়,
ঈদ এলে মার্বেল খেলা-
  “একটু স্মৃতি ভাসায়”!
যখন আমি ছোট ছিলাম
   থাকতাম মায়ের ক্রোড়ে,
মা বসে থাকতো পাশে
   ভুগতাম যখন জ্বরে!
ঘুম পাড়িয়ে দিত মা
   আদর সোহাগ করে,
আবার শুরু করতাম খেলা
   উঠতাম যখন সেরে।
মারা মারি হানা হানি
   করতাম না কোন সময়
এখনো আমার সেই স্মৃতি
   দোলা জাগিয়ে দেয়।


শৈশবের সে গাঁথা নিয়ে
   থাকি সারা বেলা
দুচোখ ভরে দেখতাম কত
  আলো ছায়ার খেলা!
“লাটিম নিয়ে পরতাম আমি
   লাফিয়ে সারা বেলা”
সেই “শৈশব” জীবন থেকে
   কখন চলে গেলা!


মনের মাঝে সুখের স্মৃতি
   দেয় যে শুধু দোলা,
জীবন থেকে সেই সময়
   যায় না কভু ভোলা।


(১১ ফেব্রুয়ারী, ২০০০# ৫)