হে মোর শৈশবের গ্রাম!
    তুমি কত যে সুন্দর!
কতনা মধুর তুমি বেদনা-বিদুর;
    তোমাকে কভু ভোলা যায়না।
আমার হৃদয়ে আছো তুমি
    তা কি কখনো ভুলবো আমি?
তুমি তো সেই হৃদয়ের গান
    তোমাকে কভু ছেড়ে যাবনা।


কত সংগ্রাম করেছ তুমি
    করেছ দিবাকর,
চোখে মুখে বক্ষে তির লয়ে
    লড়েছো নিশাচর।
কামান, বন্দুক পারেনি কভু
    তোমাকে ছিনে নিতে,
“তোমাকে রক্ষার জন্য আমি
    পারবো জীবন দিতে”।
জীবন হবে স্বার্থক যদি
    তোমার তরে ধায়,
যেমন করে অতন্দ্র প্রহরী
      সীমান্তের পাহারায়!
চাওয়া শুধু একটা মোর
     “রাখবো তব মান”,
একটু যদি লিখেই রাখ
     বক্ষে তোমার নাম!
তুমি আমার শুন্য দেহে
     করেছ প্রাণের সঞ্চার,
তোমার মানে পড়বো শুয়ে
    বক্ষে নিয়ে খঞ্জর।


(১০ ফেব্রুয়ারী, ২০০০# ৪)