সোনার বাংলা, সোনার দেশ - সোনার ছড়াছড়ি,
একটু হেথা বাঁধন হারা রূপের কাড়াকাড়ি।
স্বাধীন মোরা- স্বাধীন হয়ে করছি ঘোরাঘুরি,
“একটু বেশি মাতাল বেশে ভীষন বাড়াবাড়ি”
অন্ধ জীবন মৃত্যু বিবেক নীরব চরাচর,
বিবেক হেথা শান্ত পুকুর ঘামছে নিশাচর।
পশুর বেড়ী করছে গিরি করছে দেখ লয়,
মোহের ঘোরে পাপীর সুরে জীবন করে ক্ষয়।
কেমন সুখে, কোন অসুখে, কোন সে নষ্ট ঘোরে-
বিবেক টা কে পুড়িয়ে দিলি অ-মানবিক তোড়ে।
ঘরের পানে তাকিয়ে দেখ্ কাঁদছে তোর বোন,
চুপটি মেরে থাকবি কি রে? পারবে তোর মন?
মাতা তোদের, মাতা মোদের, বোনটি স্বর্ণসম-
কাঁদালি তুই বিবেক ছুড়ে- কত রে তোর দম?
এমন করে জীবন টা রে পুড়িস না রে আর,
“বোনের মাঝে অন্তর-আত্না মায়ের দাবিদার”।


ভাব রে হৃদে, চোখ টা মুদে, দেখ রে সর্বনাশী
“উঠলো ফুটে বোনের মুখে নব বর্ষের হাসি
একটু খানি ভুলের তোপে দিলি বোনের ফাঁসি”!!


(১৫ এপ্রিল, ২০১৫# ৮৯৬)