এতদিন ছিল যে হাতের মুঠোয়
     আজ সে স্পর্শের বাইরে,
এতদিন ছিল যে মনের মাঝারে
    সে আজ এই মনে নাইরে।


রাত কাটে ঘুমহীন দু’চোখ মেলে
     ঘুম যেন মায়াবতী ছলনা,
হারানো সময় কভু ফিরে কি আসে?
    “হারানো প্রিয়া তো এলনা”।
কিছুটা অভিমান- কিছু বা পিছু টান
     বললে না কিছু আমাকে,
কাঁদালে তুমি আমায় খুব সহজে
     খুঁজে পেয়ে সুখে নিজেকে।
তোমার প্রেম সেতো দুঃখে ভরা ঝড়
     সে দুখে ব্যথিত আমি!
আমার থেকেও জানি তোমার মনে
     স্বার্থটা খুব বেশী দামী!
চলে গেলে তুমি দূরে সুখের টানে
     বলনা কি হবে আমার!
মন মাঝে তোলপার বিষাদের সুর
    তুমি তুমি করে বার বার।
মন তো জানে শুধু একটাই নাম
    যে নামে হৃদয় ভাসানো
দিয়েছে সঁপে সে তো ভালবাসা, তাই
     সে আশে স্বপন হারানো!
তোমার সুখের পথে হব না বাঁধা
     চাইব না দুঃখ তোমার,
তুমি যদি থাক প্রিয়া অসীম সুখে
    এটাই সুখ যে আমার।
থাকতো না কখনো দুঃখ আমার
    একটু বলে যেতে যদি!
নিজের কাছে নিজে হতাম না আমি
    এতটা ঘোর অপরাধী।


(১০ জুন, ২০০৪#৩৭২)