আজ এ মনে আনন্দ নেই!
তাই, নেই কোন কষ্টের ভাবনা....
    তুমি চলে গেছ তাই,
    আমার এ মনে দ্বিধা-শিখা জ্বলে সর্বদাই।
            পৃথিবী......
          এত যন্ত্রনা.....
        এতটা ছলনা......
আর মন-
রাতের আকাশে জ্বলে ওঠা তারার মত
জ্বলে জ্বলে খুবই ক্লান্ত
    নিভে যেতে চায়,
   “জীবনের সকল আলো; ব্যথা বেদনায়.....”!


     সুখের ছোঁয়া,
হয়েছে আজ আকাশের চাঁদ-
     অসীম ছায়া।
চাইনা তবু আর
   ছুঁয়ে দিতে ঐ পর্বতের চূড়া,
চাইনা আর আলিঙ্গনে
   সুখের বেদনামূর্ত খরা।
বিশ্বাস আর অবিশ্বাসের খেলা.....
          চাইনা......


এ বুকে.....
আজ কষ্ট শুধু....
    নেই কোন সুখ-রথ;
   “চলতে হবে জানি, বিরহের সাথ”।
              স্মৃতির মহা মিলনে,
একা মন অন্ধকারে কাঁদবে গোপনে।
        আর, পার হতে হবে একা;    সময়,
        থাকবে পড়ে আমার হৃদয়
সকল দুঃখ যন্ত্রনা সঙ্গী হবে স্বপনে.....!!


হায়...!
এভাবেই তো জীবন চলে যায়...


আমার আকাশ জুড়ে মেঘ
    আর মৃত্যুর প্রলয়ংকারী বেগ,
চলছে প্রতিটা সময়ে...
    মুছে দিয়ে সব সাধনার আবেগ!
পড়ে আছে এক কোনে
তোমার দেখানো “সুখ”!
জমানো স্মৃতির মেঘ হয়ে
ঝরে পড়ে কখনো বৃষ্টি হয়ে,
আর,
    ডুকরে কেঁদে ওঠে “তুমি” হয়ে, প্রতিটা সময়ে…
মন মোর কেঁদে কেঁদে হয়রান,
   নিভে যাবে একদিন নিশ্চুপে, চির বিদায়ে….।
জ্বলবেনা আর হ্যালির ধূমকেতুর মত
   অনেক বছর পর পর,
জানি আমার প্রেম-
   কুড়ে কুড়ে খাবে আমার-ই এ অন্তর!
                        তোমাকে না পেয়ে,
একা ঘরে রবে পড়ে মন মোর না জ্বেলে কিরণ
দেখা কভু হবে না’ক হবে শুধু স্মৃতির মিলন।


(০৭ নভেম্বর, ২০০৪#৫৫২)