জন-মানবহীন বুঝি- এ লোকালয়!
  একা একা কেঁদে কেঁদে-
     স্বপ্ন কেটে যায়, জীবন চলে যায়।
       দূরের দ্বিগলয়,
হাসির শব্দে মন পোড়ে
       নাচেনা হৃদয়!
   হয়নি কোন বিরহের গান-
    তবু মন করে আনচান
পিছু টানে মন- পুরোনো স্মৃতিতে;
      মাঝ পথে তাই-
         হৃদয় পুড়ে যায়
          স্বপ্ন থেমে যায়
একা মন নাচে গায় দুঃখের ভাষায়!


       এই পৃথিবী নিঃস্ব?
              নেই কোন কিছু?
       বল হে মানব, বল-
              কেন শূন্যতা নেয় পিছু?
       কেন কাঁপে যন্ত্রনা-হাহাকারে
               অনন্ত সময় গুলো!
আর,  থেকে থেকে মৃত্যুর আর্তনাদে
              শান্ত হৃদয় গুলো!


নিশ্চল স্বপ্ন!      নিশ্চুপ মায়াভরা মন!
          কাঁদে পৃথিবী অচেতনে!
          কোন ভাষা নেই কারুর মনে!
         স্তব্ধ এই চরাচর!
            স্তব্ধ সময়ের গান…
               স্তব্ধ সব কিছু….
শুধু থেকে থেকে অন্ধতা নেয় পিছু…….


(১০ নভেম্বর, ২০০৪#৫৬০)