হারিয়ে যেতে  ইচ্ছে করে
       ঐ নীল আকাশে-
       যেথায় মেঘ ভাসে-
অচেনা এক সুখের আশা
       যেথায় আছে মিশে।


দুরন্ত ঐ মেঘের বহর
        ভাসে ধীরে ধীরে
        এই পৃথিবী ঘিরে-
চলে যারে মন পাখি
        দেখে আয় সব ঘুরে।
ধরে আন ঐ সুর্যটারে
        হাতের মুঠোয় করে
        রাখরে ওরে পুরে-
“কোথায় থাকো একলা ঘরে
       আমাদেরকে ছেড়ে?”


“আয় রে সোনা  চলে আয় রে
       আমার সোনার বুকে-
       দেখি আজ তোকে,
এত দিনের সোনার হাসি
       দিলি যে তুই কাকে!”
বক্ষে আগলে  রাখি তোরে
        সারা জীবন ভর-
        হবিনা তুই পর,
তোকে নিয়ে  নশ্ব ভূমে
       বাধবো সোনার ঘর।
“সোনার হাসি  হাসবি তুই
       কত দিনের পরে!
       এই কতদিন ধরে,
তোরে আমি  ডাকি সোনা
        খুবই যতন করে।”
এই আছি আর এই নাইরে
        স্বপ্ন আঁকা ভূমে-
        টেনে নিবে যমে,
কাঁদবি শুধূ  খানিক তরে
        যাবি ঠিকই দমে!
থাকবেনা কেউ  ধরার বুকে
        সোনার-জীবন ভর
        পঁচে যাবে ধর,
গড়িস না তুই “এটুক সময়ে”
        মিথ্যে আশার ঝড়।”


সময় আমার সারা জীবন
        চলবে তোরেই ছেড়ে?
        ক’বার যাবি দূরে?
পাগল প্রায় নিঃস্ব আমি
        কত খুঁজবো তোরে?


(নভেম্বর, ২০০৩# ২১৫)