আজকাল ফুটওয়ার্ক যেমন তেমন আছে
নেটওয়ার্কের কোনো প্রকার কমতি কোথাও নেই,
যতো বেলা হয় হউক মুর্খ অথবা প্রশিক্ষিত
রাত বিরাত...! আমার ঘুম নেই।। ঘুম নেই।।


দুবেলা দুমুঠো ভাত অথবা ভিখ পায় না
এমন মানুষ যেমন নেই, তেমনি ঘর অথবা বাহির
খেচরা অথবা আধা খেচরা নেটওয়ার্ক
সবারি আছে!


যেদিন আলমারি ভেঙে আমার একটা স্বপ্ন
চুরি হয়েছিলো...  সেদিন এখন কোথায় গেছে?
অনেকদিন পর সাঁইজির গানে প্রাণ খুঁজে পেয়েছিলাম
এখন নেটওয়ার্ক আমার সব কেড়ে নিয়েছে!


ভালোবাসার কথা বোলতে আমার বইয়ে গেছে
এখন সবাই দিনে-রাতে নিশিকাব্য লেখে
ঝরাপাতার বেদিতে কতোজনে হিমেল ছবি আঁকে
দেউরির ফাঁক গলে সখিনার মা এখনো কি
আমাকে দেখে? আমাকে.........??  আমাকে....???