যে ফুলের নাম জানি না সেও তো গন্ধ দেয়
যে বাতায়নের নাসিকা নেই সেও তো গন্ধ নেয়
আমি মাকালের কথা ভাবি
আমি কদম ফুলের কথা ভাবি
যে রাত্রি একের পর এক দিন গিলে খায়
আমি তার কথা ভাবি.....
যে কবিতার বাহুল্য উপমা কবিতাকে হারায়
আমি সে কবিতার কথা ভাবি!!


অনিষিক্ত ভ্রুণের কাছে আমার ঋণের কথা ভাবি
তোমার মতো কাউকে পেলে আমার বুকের জমিন
সাফ কাওলা করে দেওয়ার কথা ভাবি!!