তোমার চেনা আংগুল গুলোর মতো
ঐ পাহাড়ও আমার প্রেমিক
সে আমার রাতের ঘুম হারাম করে না!


অথচ অন্ধকার ফোটার আগেই শিউলি ফুটে, বকুল ফুটে
সমস্ত ক্যারাভান,
ভুল করে মাঝে মাঝে ডাহুকও ডেকে উঠে
প্রেমের নামে,
এখন আমিও ঢাকা শহরের ব্যস্ত রাস্তার মতো ব্যস্ত!


একদিন ফুল কুঁড়োতে যেয়ে ভুল কুড়িয়েছিলাম
মালাকর মনে রাখেনি
আজও.আমি ভেতরে বাহিরে সেই আগের মতোই ব্যস্ত সমস্ত
আমার সুর্যের কোনো উদয়-অস্ত নেই
ঠিক তোমার চিরচেনা আঙুল গুলোর অচেনা হয়ে যাওয়ার মতো!!