সময়ের বন্ধ্যাত্ব সময়ে-ই ঘোচে অসময়ে নয়
কেউ কি ভুলতে পেরেছে অন্ধকূপের ব্যথা?
তবুও আমার  বিদ্যা বুদ্ধি গত হউক
উপেক্ষার ছল করে নৈশব্দে বলে যাই কিছু কথা!


সময়ের আয়নায় ধরা পড়ে না এমন কিছু কই?
কাকবন্ধ্যা রমণীরও ভালোবাসার অধিকার আছে
যে জনম দুখী সেও সুখের আশা করতেই পারে
যে সুখী জন তারও দু:খ ঘুরে পাছে পাছে!


যে ঔষধে কেউ সাড়ে সেই ঔষধেই কেউ মরে
যেই জলপানে কেউ মরে সেই জলেই কেউ বাঁচে
কেউ চা চক্র আর নাটাচক্র এক করে ফেলে
আর  কেউ উলটো যাত্রায় বানর নাচন নাচে!


তবুও নিয়তি বলে আছেন এক সদাশয় স্বজন
রথ দেখা আর কলা বেচা তিনিই করেন আয়োজন!!