চারুলতা, কোলবালিশ কোলে কার কথা ভাবছো?
আমাকে পাশ ফিরে কার ছবি সংগোপনে আঁকছো?
দেখো..পাতার ফাঁকে কী সুন্দর যমজ পাহাড় ঘুমায়
লতানো শিশিরের ভাঁজে ভাঁজে আকাশ চুমায়!
কত কত সাগর ডাকে, ডাকে কত উর্বশী হরিণী চাঁদ
মনে আছে. ওখানেই পেতেছিলে ভালোবাসার ফাঁদ!


যেখানেই আমি ফেলে এসেছিলাম কবিতার খাতা
কে জানতো...?
সেখানেই বারোমাসি জোছনার ফাঁদ পাতা!
দেখো, এখনো আমি চমৎকার বেঁচে আছি মর্মন্তুদ
এতদিনে বুঝে গেছি চন্দ্রগ্রহণের চেয়েও তুমি অদ্ভুদ!