মাঝে-মধ্যে মধ্যআকাশে একটা চাঁদ কম দেখি....
কেউ কি আদৌ জানো, সে কোথায় গেলো.?
কার কাছে তার জন্ম-জন্মান্তরের দেনা ছিলো?
বলো, এখন সে কোন সমুদ্রের ফেনা হলো..?


এসব প্রশ্নের কোনো জবাব পায়নি নির্বাক
পোয়াতি মেঘ......
গুড়ুম গুড়ুম শব্দনৃত্যে স্বয়ং নৃপতিও হারায়
আবেগ!
কেবল আমি কিচ্ছুটি বুঝিনি
কোনোদিন বুঝতে চাইওনি
তবুও বাতাসের কানভাঙানি কিছুকথা ডাকে কাছে
কালকেউটের মতো দুশমন্তের ভয় কার না আছে?


অবিশ্বাস করছি না, জোড়াসাঁকোর নিচের জল
যত্তোখুশি ঘোলা হয় হউক
আঁধারি সুঁতোয় বাঁধা পানকৌড়ি ভয়ার্ত ডাহুকের
মতো ডাকে ডাকুক
অথবা ভাষা, ভাসা মেঘের মতো আলাভোলা তা-ও
তবুও বিশ্বাস করি,
সে-ই দক্ষ মাঝি, যে বাতাসে চালাতে পারে নাও!


যেদিন ছদ্মবেশে আমাদের দেশে শিল্পের গণমর্যাদা পেয়েছে... ক্রসফায়ার!
সেদিন থেকে কি সূর্যোদয় বন্ধ রেখেছে স্বাধিকার?
সবক'টা দরোজা-জানলা খুলে দিয়েছে অধিকার?
নাকি
অনেক নামেই  জায়েজ হয়েছে এইসব অবিচার?


তবুও ভীমরুলের চাকের মতো ভয়ংকর হয়ে উঠা
মাদকের চাষবাসের কথা না বলে পারছি নে,
তবুও বিষবৃক্ষের গোড়া না কেটে শাখা-প্রশাখা ছেঁটে
ফেলার কথা বলছি!
মধ্যরাত্রির কিছু ছেঁড়া অংশ জুড়ে নিরীহ মেঘের..
কবিতার মতো সোয়ামি হারানোর কথা বলছি..!!


তবুও আমার...... বেশিকিছু নাই চাওয়ার.....
আমি শুধু চাই
ক্রসফায়ারের চোখ, আরো কিছুটা শিল্পিত হউক!!