মোন ভালো রাখার ঔষধ কী?
পাহাড়, সাগর, নদ-নদী, আকাশ, বাতাস.. অরণ্যানী?
আমি গভীর জলে ডুবে দেখেছি
আমি নিষ্ঠুর পাহাড়ে মজে দেখেছি
আমি সাদা মেঘে ভেসে দেখেছি
আমি গহীন অরণ্যে লুকিয়ে দেখেছি
কেউ আমাকে ভালো রাখেনি...ভালো রাখতে পারেনি!


যে জলে দাবানল জ্বলে
পাস্তুরিত হয় আর্কটিকের বরফ
বিক্ষিপ্ত হয় নীল সমুদ্রের সমুদয় ঢেউ
অন্ধ হয় কবরের ঘনত্বের মতো
সে দেশে সবকিছু আমার অচেনা হয়
অচেনা হয় চিরচেনা অন্তর
সর্বৈব আমার শহর, নগর, বন্দর!


যেদিন তার ছন্দে পতন শুরু হয়
সেদিন কে তারে রুখতে পারে?
তবুও আমি বলতে ছাড়বো না
ভালোবাসা দুর্ভোগ যে স্বেচ্ছায় কাঁধে তুলে নেয়
সেকি কোনোদিন তারে ডরে?