কিছু কিছু মানুষ সব সময় চোখে অন্ধকার দ্যাখে
বলতে দ্বিধা নেই, আমিও সেই  অন্ধকারের স্বজন
তবুও.....
অন্ধবেশে দারুচিনি দ্বীপের দেশে সন্ধান করি
                                    আলোর মহাজন।


আমজনতার মতো আমিও হিমশৈলের কথা ভাবি
            একদিন যে ছিলো আমার প্রকৃত আপন,
তথাপি
কেউ  থামে না, আলোড়িত হয় বন্ধু শীতের কাঁপন;
ভালোবাসা নামের নামপরিচয়হীন অদ্ভুত পরিজন
স্বার্থ ফুরোলে সেও রুপান্তরিত হয় স্বজন থেকে দুর্জন!


যার চোখ আছে সে কি সব সময় চোখে দ্যাখে?
অন্ধশিল্পী তাহলে কিভাবে লাবণ্যের ছবি আঁকে?
যে মানুষ মনে অথবা মননে প্রকৃতির কাছাকাছি বাঁচে
উপলব্ধির পর উপলব্ধির বৈতরণী শেষে
সুর্যের সমস্ত আলোকরশ্মি কেবল তাহাকেই যাঁচে!!