ইদানিং সারাদিন সরস, শৈল্পিক গালিগালাজের মধ্যেই
মুখথুবড়ে পড়ে থাকি
কানে কম শোনার নিরলস অধ্যবসায় করি, করতেই থাকি
সুখ আর অসুখের পার্থক্যও খুব একটা বুঝি না
বুঝতে চাইও না
কেবল
এক টুকরো আকাশ চিলেকোঠায় পুনঃপুনঃ মুদ্রিত করি
সেখানেই কোনোমতে দিন গুজার চলে অংশীদারী কারবার
সেখানেই নিয়ত চলতে থাকে ভালো থাকার ডুবসাঁতার!


এর বাইরে আরো কিছু প্রাগৈতিহাসিক ইতিহাস আছে
বারোয়ারী চাহিদা পুরণের টানাপোড়ন আছে
আয় এবং ব্যয়ের মিটিং মিছিল, শ্লোগান আছে
নিজে ব্যতীত বাকি সবাইকে সুখী করার দাসখত আছে
মৃত্তিকার মতো মুখে তালা লাগানোর রেওয়াজ আছে!


তবুও নাট্যমঞ্চের নায়কের মতো আমিও কিছু নায়কোচিত
সংলাপ আঞ্জাম দেওয়ার কথা ভাবি
সাতপাঁচ ভেবে পারি না
কেউ কি বলতে পারো......  কোনো সুহৃদ
আমার সাতপুরুষ যা পারেনি, তা আমি কিভাবে পারবো?


এরচেয়ে বরং
যেভাবে চলছে ডুবসাঁতার, সেভাবেই ডুবসাঁতার চলতে থাকুক।।