আমরা আজকাল সবকিছু কেবলই ভুলে যাই
অথবা চেতনে হউক কিংবা অবচেতনে হউক
সবকিছু ভুলে থাকতে চাই.....
এই যেমন আমরা জন্ম ও মৃত্যুর কথা ভুলে যাই
অথচ এরচেয়ে সত্যি আর কয়টা আছে ভাই?


মাঝের সময়টা নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি
কেউ নিজে সুখে থাকি
আর কেউ কেউ আরেকজনকে সুখে রাখি...!


অথচ সবাই জানি মৃত্যু মানেই শেষ ফায়সালা নয়
মৃত্যু কেবল একটা শেষের শুরু
এই শেষের শুরুর আর কোনো যথার্থ উপমা নেই
সবকিছু জেনেও আমরা যেই আছি থাকি সেই!!