প্রতিটি কবিতাকেই একদিন কিংবা একরাত্রি নয়
বরং মহাকাল পর্যন্ত দীর্ঘ হতে হয়
তাহলেই কবিতা বেঁচে থাকে যুগ থেকে যুগান্তর
বেঁচে থাকে..থাকবে জীবিত ও মৃত মানুষের অন্তর!


যদিও সব তরলই বাষ্পীভূত হয়
কেউ কেউ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে
আবার কেউ কেউ দ্রুতলয়ে হেঁটে
যেমন আমরা সবাই মানুষ কেউ লম্বা কেউ বেটে!


তবু অবশেষে জলে-স্থলে-নভো:নীলে মানুষেরই জয়
পাখি সে পরিযায়ী হউক অথবা না হউক
দিবালোকের কাছে সবসময়ই ঘটে রাত্রির পরাজয়!