আবারও বাড়ছে মিহি নদীর ভাঙন, মুখ থেকে মন
চিকনগুনিয়ার মতোন চিকন চিকন;
মুক্তির মিছিলে যুক্তি মানতে দেখেছো কাকে কখন?


অনেকেই বলে থাকেন আমি একজন দু:খবাদী
নিকানো উঠানে সারাদিন একলা বসে বসে কাঁদি
কেউ আমার দু:খগুলো নিয়ে যেতে আসতো যদি?


একদিন শব্দের নুপুর এসেছিলো কাকভেজা দুপুর
তার হাতে ছিলো সদ্য বোঁটা ছেঁড়া গোলাপ
কে জানতো ওতেই জড়িয়ে ছিলো বিষাক্ত কালসাপ!


তার করপুটে সেইদিন অকাল তৃষিত চাঁদ উঠে
পানকৌড়ির মতো নিমিষে আমিও হই সমুদ্রের ফেনা
শাপলা, শালুক আর আমি এখনো বয়ে বেড়াই
সেইসব দেনা....!


কবিতা লিখি বলে কারো কোনো দায় নেই নগদ
কামার,
কুমার.......
ঘাট  মানছি সমস্ত দায়ভার কেবল একা আমার
মাছির মতো আমারও যদি থাকতো সবদিকে চোখ
উল্টানো চোখে আমিও ভুলে যেতাম অনাবাদী শোক!!