কতোটা পথ হাঁটলে পথ কাউকে চিনে রাখে?
চিনে রাখে খাদহীন ভালোবাসা...........
মনে রাখে মিনি বিড়ালের মতো গুটিকয় পা?


যখন পাখির ডানায় সশব্দ কবিতা উড়ে নগদ
যখন মতলববাজ ফুরায় তেল সব
তখনও কাব্য মঞ্চে কাক চিলেরা করে কবিতার
উতসব
নির্মোহ শব্দঋণ কেবল হাসে অন্তরীন
গোধুলির পাখিসব আচানক বেদনার কবি চিল
বাজারমূল্য না বুঝেই... শুন্যে হয় অন্ত্রনীল!


এই দুঃসহ গরমে কবিতার নাভিকমল জরায়ুর কথা বলে
অচিনপুরের কথা বলে
কেউ একজন মুর্খ প্রমাণ করেছে ওখানে শঠতা নেই
সেখানে সবাই কবি
ওখানে পাথরে ফুল ফোটে
কবিতার শব্দে শব্দে অন্ধকার টুটে...........!!


আমিও আসল না নকল না ভেবেই কবিরাজের কথা ভাবি
প্রাথমিক গনিতের কথা ভাবি
শুদ্ধাচারের কথা ভাবি
আজকাল কবিতার কথা কেউ ভাবে না, কবির কথাও
কেউ ভাবে না........  কেউ না!!