শেয়ালটা কুকুরের মতো ঘেউঘেউ করে উঠেছিল...
জোঁকের মতো পিছল মুখের দুই লাগামে ফেনাও
ফুটিয়েছিল....
তাতে অবশ্য কুম্ভকর্ণের ঘুৃম কিছুমাত্র ভাঙেনি;
পৃথিবীর সব দায়-দেনা নগদ পরিশোধ হয়ে যায়নি!


সবকিছুর যেমন ক্রিয়া, প্রতিক্রিয়া, পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, রামছাগল আকাশে ওড়ার মাঝেও তেমনি
কিছু না কিছু  আছে; যখন কিছুতেই মনে করতে
পারছিলাম না..
সর্বশেষ কবে কবিতার শরীরের কাঁথা হয়েছিলাম!
ঠিক তখনই শেয়ালটা নেংটি খুলে ছবক দিলো
আমিও অবাক চেয়ে দেখলাম...
খরা কাটিয়ে কীভাবে একটি কবিতার প্রসব হলো!