কেউ বুঝে না কবির দুঃখ
কবি স্বর্গ, মর্ত্য,পাতাল খুঁজে খুঁজে শব্দ জোগাড় করেন,  
সেই শব্দে কতো যত্নে সুউচ্চ ইমারত গড়েন!
কবির পাহাড় ফুঁড়ে, সাগর কুড়ে, বিদেশ বিভূঁই
ঘুরে আনিত শব্দগুচ্ছ, মেঘপুঞ্জ, কুসুমনিচয় সার্থক
কবিতা হয়ে উঠে না!


তবুও কবির দৈন্য কাটে না
দরদি পাঠক বাহবা দেয়, দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য
লিখে কবির জ্বালা আরও বাড়িয়ে দেয়;
চাকমা মেয়ের ব্যর্থ প্রেমের মতো কবির প্রেমও
পাইন গাছে আড়ালে-আবডালে কেবল ছায়া খুঁজে;
সবুজ পালিশে কবির ভাবনা শঙখনদীর মতো
শুধু বাঁক নেয়, কবির রিক্ত হাত ধরে না!!


অবশেষে কবি এখন নৈঃশব্দের দয়িতা, টিকটিকির
টিকটিক শব্দে নিজেকে খুঁজে বেড়ান; আজকাল
সমস্ত শালবন জুড়ে বানরের পায়ে বাজে নুপুর,
কবিও লেজ উঁচিয়ে ভালো থাকতে চান একলা দুপুর!!