যেই মানুষ নিজেকে ভুলে থাকতে পারে
সেই মানুষ হয়ত সমুদ্র নয়ত নদী
সেই মানুষ হয়ত এবং, কিন্তু নতুবা যদি!


অবশ্য.... আমি এইসব কোনোটাই না
বাঁশ থেকে যেমনি ভাবে  তৈরি হয় বাঁশি
খেত খামারে যেভাবে চাষ করেন চাষী
আমি না বাঁশি আর না চাষী...তবুও
আমি নিজেকে ভুলে থাকতে ভালোবাসি!


এই ভুলে থাকা আর না থাকাই কি সব?
যে নদী একদিন সমুদ্রে মিশে যায়, সে কি
কোনোদিন ভুলে যায় ঢেউয়ের কলরব?