আজ বৃষ্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই
আমার সমস্ত টেরাকোটা জুড়ে ঘুটি ঘুটি বসন্ত,
কামনার একরঞ্জি; এইটুকুতেই পথে পথে
কতো পথ.. শেষ হয় না। সবাই পথের দাবীদার;
পয়েন্টে পয়েন্টে অসংগত লোভাতুর আতুরঘর,
বিকল্প পথে গড়ে উঠা বিশাল বিশাল প্রজেক্ট..
ওরা সবাই পরিত্যাক্ত ডায়রির মতো আমাকে
করেছে পর....??


একদিন শেয়ালকাঁটা ভেবে আমিও কম যাইনি
সোহাগীর হতে চেয়েছিলাম....
সেদিনও এমনি বৃষ্টির দিন ছিলো
সোহাগির হাতের সমস্ত অংগুলি জুড়ে জাতেওঠা
রামধনু ছিলো
অবশেষে শুনলাম ওলাওঠা এসেছিলো!


কবিরাজ, বৈদ্যি করা হয়নি বিষয়টি এমন নয়
তবুও কেনো জানি সবকিছু প্রটোকল বন্দি হয়েছিলো!!


আজও সেই একই বৃষ্টি এসেছিলো সোহাগির মতো
ক্ষণিকের নীল সরোবর....
এরপর থেকে কতোবার অভিধান ঘাটছি আমি
সোহাগি নামের আর কোনো সোহাগিনী খুঁজে পাইনি!!