আবার জেগে উঠছে আচানক তিথির বালুচর
লাশের উপর ভেসে উঠছে কবিতার শহর
সবাই ভালোবাসে গদি
শরাব হাতে নারীর মতো কেউ দাঁড়িয়ে থাকে যদি!



সুরের সরোবরে ওজন দরে কেনা যায়
মোক্ষ লাভ
তবুও কেউ কেউ চোখ পোড়ায় নেকি বদি
প্রবাসী বিলাপ!

হিমঘরে  অযত্নে পড়ে থাকে অযুত  হিমানীর লাশ
সেখানেও খুন্তি হাতে দাঁড়িয়ে থাকে কসাইয়ের বাঁশ!