আজকাল সবাই কেবল নির্বিবাদ থাকতে চায়
যেভাবে রাস্তায় ধুলোবালি পড়ে থাকে সেভাবে
যেভাবে জুতোর সুকতলি সয়ে যায় সেভাবে!


অথচ যেকোনো আকর্ষণকে উপেক্ষা করার সাধ্য
যেমন আমাদের কারো নাই
তেমনি সাধ্য নেই অবহেলা কে উপেক্ষা করার
এভাবেই প্রতিনিয়ত আহ্নিকগতি, বার্ষিকগতি
এভাবেই প্রতিনিয়ত তেজকটাল ও মরাকটাল
এতকিছু জেনেও আমরা কেন এত টালমাটাল?


আসলে আমরা মরার আগেই মরে বসে আছি
যে পাখি আকাশে উড়ার এতো গৌরব করে
তার তো জানা উচিত... কেবল পাখিরাই নয়
অনেকেই উড়তে পারে; এই যেমন তুচ্ছ মাছি!!