কিছু কিছু কবিতা পড়ার সময় নীল জোছনায় হোঁচট খাই..হোঁচট খেতে হয়; শব্দের চোরাখাদে বারংবার পা আটকে যায়, কোনোরকমে এগিয়ে যেতে চাইলেও পারি না বাক্যের ঘরামি; তবে কি এরাও চোরাশব্দের মতোই নগদ হারামি?


তবুও..বেঁচে থাকুক, বেঁচে চলতে থাকুক.. এই বেঁচে থাকা, আজকাল পাপ-পূন্যের যেমন কোনো হিসাব কষি না, তেমনি হিসাব করি না মানসাংকের জল পাহাড়; যার পেটে ভাত নেই.. কবিতা কি যোগাড় দিবে তার আহার?


ইতিহাস যেখানে সাক্ষাৎ সাক্ষী ক্ষুধা, তৃষ্ণা আর প্রহার
সেখানে কি সবকিছু কেবলই নিয়তির দায়?
ডানে-বামে-সামনে-পেছনে একজনও কি মানুষ নাই?


তবুও আমি কাউকে কোনো প্রশ্নবানে জর্জরিত করতে চাই না; নীল জোছনা খেয়ে খেয়ে যতোদিন বাঁচা যায়..
আমিও ঠিক ঠিক ততোদিন বাঁচতে চাই...বাঁচতে চাই.!