তবুও আমার ভালো একটা বাসার বাসনা বলে কথা
যেখানে নীরব রাত্রির রোদন শোনা যায়
যেখানে ভোরের পাখির বোধন দেখা যায়
যেখানে চোখ না খুলেই দিগন্ত ছোঁয়া যায়
যেখানে ষোড়শী বাতাসের গন্ধের ভোগী হওয়া যায়!


আমার শহরটা বড়ো ক্ষেপাটে, মাথা গরম থাকে
ঝিঁঝিঁ পোকার  মতো টানা টানা গাড়িগুলো ডাকে!


এখানে না বর্ষার জলের মতো চাকার আধুলি ঘুরে
এখানে কেবল সকাল হয় কলির সন্ধ্যা  বহুদূরে!


পালাই পালাই করে আমিও প্রতিপদ মরে যাই
তবুও কোনোরকম ভোর জাগলেই আবার বেঁচে যাই!!