না কেউ আসেনি
কেবল কাটা কলা গাছের বোড়া
লোনা জলের মালা গলায় পরে দাঁড়িয়েছিলাম
বর্ণমালা!
চায়ের কেটলির ভেতর অসংবৃত জল ধোঁয়াউড়া!


অ আ ক খ...... প্রণোদনা
সর্বমোট আমরাই কজনা!


আমার আর কোনো তৃষা নেই
আমার আর কোনো ক্ষুধা নেই
অন্ধকার চিলেকোঠা....
আমাকে আছোলা গিলে খায় সুগন্ধি বৃষ্টির ফোটা!


কেউ বলতে পারো আজকাল কার কদর নেই?
বলতে পারো কার নেই কোনো প্রকার মায়া....?
গরু
ছাগল
ভেড়া... ওরা?
পচাবাসি খাবারের মতো মানুষ মাড়িয়ে যায় মানুষের ছায়া!


কুকুরটা এখন আর আমার দিকে তাকায় না
গুধু অশুদ্ধ জলের দিকে তাকিয়ে থাকে
কারো আসার আশা সেও ছেড়ে দিয়েছে, জলের ঘ্রাণ
শুঁকে ক্ষুধাতুর নাকে.....!!!