নিয়ম রক্ষার আকাশ---- ভালো থেকো,
ইশকের আগুনে পুড়িয়ে আমাকেও ভালো রেখো!


সাত-পাঁচ না ভেবেই নৈশব্দের যাত্রী
আমি এক অবিমৃষ্য কবি
পরাগের অন্তর ছিঁড়ে উঠে আসে যে চিৎকার
কে আঁকবে তার ছবি?


সবকিছু পোড়ে যায় মৃণাল কাঁটা
জলের আগুনে পোড়ে হলুদ বাঁটা
আমি
কিছু
বুঝি
না!


আশেপাশে কাউকে যায় না দেখা
নিরিবিলি পথ মাপতে থাকি একা---!!!!