কিছু কিছু শব্দ ছাড়া কিভাবে কবিতার জন্ম হয়?
আজ আমার কোনো তাড়া নেই কেঁচোর মতো মৃত্তিকা সময়,
নিঃশব্দ।


বিকল্প শব্দের উতস সন্ধানে নেমেছে প্রত্নতত্ত্ববিদ
জোয়ারভাটার কোনো খোজ খবর নেই প্রাক-ইতিহাস,
জন্মান্ধ।


একদিন ব্যাঙাচির কাফেলা ছুটে ছিলো চৈত্রহারা দিন
লাউডস্পিকারে...
রেজিস্টার বহির কথা ভাবেনি কোনো সংগত অর্বাচীন!


তবুও শর্ত নিরপেক্ষ কিছুদিন শ্রুতিহীন... শব্দঋণ
কখনও অবরোহী
আবার কখনও আরোহী....... ছুটিবিহীন...???
নিপাতনে সিদ্ধ।


তবে কি সমাক্ষরেখা ছুঁয়ে যাবে কষ্টিপাথরে কষ্ট লুকানোর দিন?