চরের পতিত বালুকণার মতো জীবন নয়, সেখানে
আজ,গতকাল এবং আগামীকালে কোন ফারাক নেই
তবুও পাওনাদার এসে মাঝে মাঝে তাগাদা দিয়ে যায়!


আমি আছি শহর কেন্দ্রিক অভিনব জীবন ধারা
এখানে কেউ কাউকে খুঁজে না
বরং এড়িয়ে যেতে পারলে পারতপক্ষ বেঁচে যায়
অধুনা অক্টোপাস এর মতোন রঙ বদল করা যায়
না ছুঁয়েও... ছুঁয়ে দেওয়া যায় এই কাঙ্খিত নাগর!


ব্রহ্মপুত্রের ওই ধারে নতুন জীবন কেনাবেচা হয়
শুনেছি সেখানে সোনার দামে খাঁটি হীরা বিক্রি হয়
সেখানে মাঝেসাজে আকাশের সাথে বাতাসের কথা হয়
তবুও যে জীবন... নগদ জীবনের কথা বলে
সে জীবন আলো ভুলে অন্ধকারের পথে চলে..!!
-------------------