ইতিহাসের মুখ নেই।  চোখ নেই।  কান নেই। পা নেই।
তবুও ইতিহাস কথা বলে। পরিষ্কার সবকিছু দেখে। শোনে।
হাঁটতে হাঁটতে নগর, বন্দর, সাগর, মহাসাগর, বন ঘুরে বেড়ায়।
সে কাউকে ডরায় না। সে কাউকে থোরাই কেয়ার করে না।
ইতিহাসের কলম কাউকে ক্ষমা করে না!


ইতিহাস  যাকে ভালো বলে সে প্রকৃত মানুষ না হয়ে পারে না।