প্রতিবাদহীন সময়ের অন্তরা গিলে খেলো চাঁদ
তবু আমি এখনও নাফনদীর দিকে তাকিয়ে থাকি
গলিতরা আমাকে উপহাস করে
আমিও কিছুক্ষণ চুলকাই...অত:পর মিটে যায় বিবাদ!


ওরা এখন সবাইকে চিনে গেছে, চিনে গেছে
জীবন্ত মানুষ আর শবাধার
সবাই কেবল বেকার আলোর কথা ভাবে
আসলে চাঁদেরকণার সবটাই আঁধার!


তবুও আমরা কেউ জাত খেলোয়াড়ের মতো অভিনয়টা ছাড়ি না
তবুও মিছিমিছি বুকের তক্তপোশে পোষে রাখি চাঁদ
তবুও কেউ কেউ উসকে দেয় তোমার-আমার বিবাদ!