আমরা কেবলই আজ ও আগামীকালের কথা ভাবি
এদের দৌরাত্ম্য কিছুটা কমিয়ে এনে যদি ভাবতে
পারতাম...  একদিন আমাদেরও গেছে অতীত
তবে হয়ত কিছু ক্ষেত্রে পাল্টে যেত আমাদের রণসঙ্গীত!


হয়ত তখন বাচালতার বিরুদ্ধে নিরবতার হতো চাষ
হয়ত তখন হাতের তালুতে চাষ করতাম কিছু ঘাস
বুনিয়াদি ভাব-সাব কিছুটা কমিয়ে হতাম আরও উদার
যেমন কেদারায় বসে মাটির দিকে তাকিয়ে থাকে
ধনে ও মনে, বিত্ত ও চিত্তে ধনী বেচারা কেদার!


অবশ্য এসব কথা আর ব্যাঙের ছাতা উভয়ই সমান
তারচেয়ে বরং আজ আর আগামীর ছবক নেয়া ভালো
তবে আমি মনে-প্রাণে বিশ্বাস করতে চাই
অতীত থেকে যে শিক্ষা নেয় না তার জীবন ঢালু!!