যে শিশুর ভুমিষ্ঠ হতে এখনো লক্ষ কোটি বছর বাকি
তাকেও আমি অ ভি ন ন্দ ন জানিয়ে রাখি!
হয়ত তখনকার নাম গুলো মানুষের নামের মতো হবে না
হয়ত তখন নদী নামের কোনো অনাথিনী থাকবে না
হয়ত তখন পাহাড় -পাহাড়িকা নামের আর কেউ রইবে না
হয়ত চিরন্তন সত্য বলে কোনোকিছু থাকবে না
হয়ত মাটি নামের খাঁটি কিছু তোমরা দেখবে না
তবুও তোমাদের অভিনন্দন.........তবুও  অভিবাদন।।


ধারণা করছি সমস্ত পৃথিবীতে একটি মাত্র সবুজ গাছ
পংগপালের মতো সবাই সেই সবুজ চোখে মাখার প্রতিযোগিতায় নামবে
ধারণা করছি সমস্ত পৃথিবীতে একটি মাত্র ভঙ্গিল পর্বত অবশিষ্ট থাকবে
তোমরা সেই পর্বত মিউজিয়ামে লুকিয়ে রাখবে.......
ধারণা করছি সমস্ত পৃথিবীতে কোনো পাখি থাকবে না
তোমরা বিমুগ্ধ নয়নে পাখিদের ফসিল দেখবে
চিলেকোঠায়য় ভুতের দর্শন পাওয়ার মতো পাখিদের নিয়ে গল্প লিখবে, কবিতা লিখবে
ধারণা করছি তোমরা কাগজের ফুলের গন্ধ শুঁকবে
তবুও তোমাদের অভিনন্দন.............তবুও অভিবাদন!!


হয়ত তখন অভিধানে ভালোবাসা নামের কোনো শব্দ থাকবে না
হয়ত তখন পরিবার নামে কোনো সংগঠন থাকবে না
হয়ত সমাজ, রাষ্ট্র বলেও আলাদা কিছু পরিচিতি থাকবে না
বেশ ভালো ই হবে......
আমরা যা পারিনি তোমরা তা পারবে
আবার নতুন করে সবকিছু শুরু করবে, নতুন বিশ্ব গড়বে!!