কিছু কিছু নষ্ট কষ্ট বুক থেকে আলগোছে তুলে আনি
ছেঁড়া শার্টের বুক পকেটে সযতনে জাগ দিই
ওরা জাবরকাটে, আমি সে শব্দ শুনতে শুনতে নিদ্রার কথা ভাবি,
মাঝেমাঝে প্রসন্ন হয় ঘুম, আলতো করে দিয়ে যায় চুম!


বাকিটা সময় আশপাশ করি, কোলবালিশে জড়াজড়ি ;
ঘৃণাদের দূরদেশে রফতানির কথা ভাবি
দারুচিনি দ্বীপ থেকে সুগন্ধি এলাচ, কস্তুরী আমদানির কথা ভাবি
কষ্টগুলোকে অষ্টধাতুর আংটি পড়িয়ে দেওয়ার কথা ভাবি
দোঁআশ, বেলে দোঁআশ, এটেল জমিটা চাষের কথা ভাবি...!!


তবুও সান্ত্বনার পালে হাওয়ার খরপোশের কথা ভাবতে থাকি
কষ্টগুলো তখন আরো নষ্টা হয়
বিগত যৌবনা পিয়ারীর মতো ট্যারা চোখে চেয়ে থাকে
তবুও তারা ভরা বরষার জলের মতো নগদ স্বপ্ন দেখে
মন না বুঝে কেবল গতর চায়, অশরীরী শরীরের ছবি আঁকে!


আমি  প্রাগৈতিহাসিক গুহা ছেড়ে পালানোর কথা ভাবি
পালানোর কোনো পথ পাই না
চারপাশ ঘিরে কষ্টদের পৈশাচিক নর্তন-কুর্দন দেখি
আমি তখন অন্য আমি'র  কথা ভাবি
আমার গেঁয়ো কষ্টদের কষ্টের দিনলিপির কথা ভাবি!!