শিকেয় তোলা  কষ্ট আমার কতো না আপন জন
জঠরে যে বসত করে তারে ছিঁড়তে চায় কার মন?


রক্তের রাগ হয়ত মুছবে কীভাবে থামবে হৃদয়ের ক্ষরণ
যে আসতে চায়, কেনো ঝেটিয়ে বিদায় দেবে অকারণ?


চাঁদের হাটে বাড়ে যদি আরও একটি মনোরম চাঁদ
বলো তাতে আকাশের আর কতোটা বাড়বে বিবাদ?


পৃথিবীর এই সুরম্য পান্থশালায় আমরা সবাই পান্থজন
কালের কফিনে পেরেক ঠুকতে তবুও কার চায় মন?