"আরে মশায়, কিছু কিছু কঠিন শব্দ আর দূর্বোধ্যতা
না থাকলে কী আর কবিতা হয়"
আমি কিছু বলিনি
চেষ্টা করেও বলার মতোন সা্হস সঞ্চয় করতে পারিনি!


সব কালেই কিছু কিছু মোটামাথা মানুষ থাকে
যারা মুখ দিয়ে নয়.. নাক দিয়ে মানুষকে ডাকে!


তবুও যে আমি হুশ হারাইনি... এটাও বা কম কী
যার ডালডা খেয়ে অভ্যাস, ডালডাই তার কাছে ঘি!


এতোদিন পরে বুঝলাম, পাথরের সাথে কেন হৃদয়ের তুলনা হয়
যদিও সব হৃদয় পাথর নয়
তবুও কিছু কিছু হৃদয় পাথর থেকেও বেশি কঠিন হয়!!