সবাই কি যেতে পারে প্রাকৃতের খুব কাছাকাছি?
কেউ কেউ অলক্ষে চলে যায় কিছুটা সুদূর
যে চলে যায় তার কিছুদিন হুশ থাকে না বহুদুর!


তারে চারিপাশ থেকে ঘিরে থাকে অলংকৃত শব্দাদি
নির্মল মোহের সুবাসিত কারুকাজ
লোকে তাকে যাই বলে বলুক, সে-ই প্রকৃত মহারাজ!


অরণ্যের কাছে ঋণ আছে বলে সেপথ মাড়াই না
একদিনের ভুল বসন্তের ইন্তেজার আজ মনে নেই
এখন যেদিকেই হেঁটে যাই মনে হয় আমি-ই সেই!


আপদ বিপদ নয় তবুও কিছু পদ পীড়ার কারণ হয়
তবুও প্রতিদিন প্রতিঘর সপাটে সন্ধ্যা হয়
তবু কারো কারো জন্য সন্ধ্যাদীপ একান্ত নিজস্ব নয়!


যেজন পদাবলীর জন্ম সনদ লিখেছে সেও মানুষ?
যে লিখে না আনুপাতিক হিসেব সেও হয় খামোশ
জনান্তিকে ভেবে দেখবো কেনো আমার হয়নি হুশ?