তোমার ভালোবাসার জালে
এমনি ছিলেম বন্দি
এখন তবে আবার কেন
করতে হবে সন্ধি?

চাই না আমি পেতে কিছু
শুধু তোমায় ভালোবাসি
তাই তো আমি ঘুরে ফিরে
তোমার কাছেই আসি!

তুমি ভাল আছ জেনে
প্রশান্তি পেলাম এই মনে !
এর বেশি চাই না কিছু
অজান্তেই নিই যে পিছু!