এই নিশিতে ঘায়েল হলেম
আচমকা এক তীরে
অবশেষে ফুটল যে ফুল
আমার ধূধূ বালুচরে!

লতা পাতা খুঁজে নেব
বউচি রাঙা ভোর
আকাশ প্রদীপ জ্বেলে রেখ
বাঁধো প্রীতি ডোর!

হাত দুখানি ধরে আমার
পার করো এই নদী
চাঁদ বেশে জেগে থেকো
ঘুম না আসে যদি!

ঘুমের ঘোরে স্বপ্নে এসো
বেতুল বনের ধারে
জোনাক বাতি হাসবে যে
পদ্ম পুকুর পাড়ে!

পাখি সব করে রব
এক জীবনের গল্প
তোমার আমার কবিতাটা
জমছে কেন অল্প!