একদিন এসেছিল বোধের বৃন্দাবন
উড়ন্ত সসারে, কেউ কিছু বুঝে উঠার আগেই!
দুইশত বছরের মৃত কংকালটাকে জীবিত করেছিল সে,
অতঃপর
কাউকে কিছু না বলেই চলেও গেল!
এখন
আবার সেই আগের মত কাক সকাল, বিকাল, সন্ধ্যা
ছলাৎ ছলাৎ শব্দে গড়িয়ে গড়িয়ে যায়
কেউ পরোয়া করে না,
বরং
এক হাতে উঠিয়ে নেয় কাবিলের পাথর
ছুঁড়ে মারে সমাহিত জলের মাথার উপর
ছিন্ন ভিন্ন জলের ফোঁটা, শিল্পের মর্যাদা পায়,
কেউ দেখে না----
কেউ দেখে না---
কেউ দেখে না---!!