সম্প্রতি একটা খবর আকাশে-বাতাসে ছাওর অইছে,
শেফালির মুখে হাসি নেই!  
যে শেফালির মুখে সব সময় কাদা জলের মতো হাসি
লেগেই থাকতো, সেই হাসিটা এখন উদাও হয়ে গেছে।
আর সেই শেফালী----
সেই শেফালির মুখে আজ কাদা নেই
সেই শেফালির মুখে আজ জলও নেই
আর হাসি! সে তো এখন কেউ স্বপ্নেও দেখে না!  

সাত ঘাটের জল এক সাথে কবর কুড়ছে, সমানে চলছে
শেফালীর সেই ধনিক হাসিটাকে কবরস্ত করার মহান
আয়োজন! শিল্পিত চোখ গুলো মুখবন্ধ তৈরি করছে,
বনিক শ্রেণি বেশুমার কাঠ কড়ি নিয়ে হাজির হয়েছে,  
বসে নেই বুদ্ধি বিক্রেতারাও! চোখের জল, নাকের জল
মিলিয়ে পাতন প্রক্রিয়ায় ভারী পানি প্রস্তুতের প্রচেষ্টা
চলছে! আর তাদের সাথে যোগ দিয়েছে নব্য চেতনার
কাবুলিওয়ালারা! ভাবতেই অবাক লাগে মশা মারতে
এমন কামান দাগা!

শেফালি এখন ঘর ছেড়ে বেরুতে পারেন না                      
রাস্তায় ওঁত পেতে থাকা কুকুরগুলো তাকে গিলে খেতে চায়    
সে একাত্তরে একবার ধর্ষিত হয়েছিলো
এখন সে প্রতিদিনই ধর্ষিত হয়!
সোজা কথা, বাঁকা কথা  সবাই তাকে ধর্ষণ করে  
পথের পর পথ সেও তাকে ধর্ষণ করে  
যাযাবর বেরহম সময় সেও বাদ যায় না!!  

শেফালির পৃথিবীটা দিন কে দিন অস্তগামী সূর্যের মতো
মিইয়ে যাচ্ছে! অক্টোপাসের মতো তাকে ঘিরে ধরছে
সভ্যতার নরককীট! সে এখন সারাক্ষণ তাকিয়ে থাকে
আরশির দিকে!
আর খুঁজে ফিরে দিন বদলের দিন পুঞ্জিকা----!!