একটা অশুদ্ধ সময়ের ইঁদুর দৌড় চেয়ে চেয়ে দেখছি,
ঠিক যেন
বিবসনা রমণীর কারুকাজ!
গল্পে ও কবিতায় সব্যসাচী,ধরে নেয়া যায়
সর্বগ্রাসী মেঘনা! পাপ বোধ নেই, পরিতাপও নেই,
পরিণামের কোনো ভয়ও নেই!

সকাল কাঁদে, দুপুর কাঁদে,কাঁদে বিকেল সেও!
অতঃপর সন্ধ্যা এসে কোনোরকমে কপালে হাত বুলায়,
বেহুশ কেটে যায় অস্থির রাত;
গল্পের পর গল্প জমা হয় ইতিহাসের পাতায়,
কেউ লিখে রাখে না!

হেরোডটাসের আত্মা কিছুক্ষণ আগে ফিরে এসেছিলো!
বলে গেছেন, তিনি এখন ইতিহাস লেখা ছেড়ে দিয়ে
কবিতা লেখা শুরু করেছেন!!